1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সেনাপ্রধান আজিজের সাথে জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তাদের বৈঠক - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমলগঞ্জের মাধবপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ কমলগঞ্জে আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল  দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকেঐক্যবদ্ধ থাকতে হবে’ -মহসিন মিয়া মধু ‘কিছু টাকা পয়সা হলেই নেতা হওয়া যায় না’ কলগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিলে ‘মোশারফ হোসেন’ কমলগঞ্জে বিশ্ব বন ও সহ-ব্যবস্থাপনা দিবস পালন কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

সেনাপ্রধান আজিজের সাথে জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তাদের বৈঠক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭১৭ বার দেখা হয়েছে

আলোরদেশ২৪ ডেস্ক নিউজ।।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের সফররত অবস্থায় নির্ধারিত সফরসূচী অনুযায়ী চলতি সপ্তাহে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন। বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত থাকবে বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১০ই ফেব্রুয়ারী) এই তথ্যটি জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৮ই ফেব্রুয়ারী) বিকালে অপারেশন সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে বাংলাদেশ বিমানকে তালিকাভুক্ত করার জন্য তাকে ধন্যবাদ জানান।

জেনারেল অতুল খারে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিমান সফলতার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান তিনি নারীর অধিকার , নারীর ক্ষমতা, শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বশীল ভূমিকার জন্য প্রশংসা করেন।

তবে আলোচনায় বিভিন্ন জাতিসংঘ মিশনে বাংলাদেশের জনবল আরও বৃদ্ধি, আহত এবং নিহত শান্তিরক্ষীদের ক্ষতিপূরণ প্রদান ত্বরান্বিতকরণ, বাংলাদেশ সেনাবাহিনীর অনিষ্পাদিত রিইমবার্সমেন্ট পরিশোধ, বাংলাদেশি শান্তিরক্ষীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থাকরণ, অধিক হারে ব্যবহৃত যন্ত্রপাতি নির্ধারিত সময়ের পূর্বে প্রতিস্থাপনসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউনিট প্রেরণ সংক্রান্ত বিষয়াদি সমুহ প্রাধান্য পায়।

তবে এছাড়াও বৈঠকে জাতিসংঘ মিশনে বাংলাদেশের আর অন্যান্য বাহিনীসমূহের শান্তিরক্ষা অভিযান কার্যক্রম সংক্রান্ত বিবিধবিষয় নিয়েও আলোচনায় ঠাঁই পায়।
গত (৯ই ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাগত জ্ঞান, নিয়মানুবর্তিতা,সততা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন আন্ডার সেক্রেটারি জেনারেল জ্য পিয়েরে ল্যাক্রুয়া। তবে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান ও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণের প্রশংসা করেন ল্যাক্রুয়া এবং ভবিষ্যতে বাংলাদেশের নারী শান্তিরক্ষীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবিষয়ে তিনি আরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের  সহযোগিতার আশ্বাস দেন।

তবে সেনা প্রধন জেনারেল আজিজ ইউনাইটেড ন্যাশনস্ পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় মাত্র ৬০ দিন সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চারটি কন্টিনজেন্টসহ সর্বমোট ১৫টি কন্টিনজেন্ট মোতায়েন হতে সক্ষম বলে তাকে আশ্বস্ত করেন এবং সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন ও সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সংখ্যা বৃদ্ধির অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। এছাড়াও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিক সংখ্যক বাংলাদেশি অফিসারদের পদায়নের জন্য অনুরোধ করেন।

সেনা প্রধান একই দিনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টের সঙ্গেও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। লেফটেন্যান্ট জেনারেল লয়টে বাংলাদেশি সেনাসদস্যদের শান্তিরক্ষা মিশনে প্রদর্শিত দক্ষতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রসংশা করেন।

এদিকে সেনাপ্রধান বাংলাদেশর স্থায়ীমিশনে পৌঁছালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ীপ্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জেনারেল আজিজ কে অভ্যর্থনা জানান এবং শান্তিরক্ষাসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করেন তিনি। জাতীসংঘে শান্তিরক্ষা কার্যক্রমসহ সার্বিকভাবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান সেনাপ্রধান আজিজ ।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে সরকারী সফরে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান গত ২৯শে জানুয়ারী যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন। দেশে ফিরবেন আগামী ১২ই ফেব্রুয়ারী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed