কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। সাড়া বিশ্বের মধ্যে বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’- এ স্লোগানকে সামনে রেখে কমলগঞ্জে দুই দিনব্যাপী উন্নয়নমেলা শুরু হয়েছে।
উন্নয়ন মেলা উপলক্ষে আজ (২৭শে মার্চ) শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হক ও পৌর পৌরপিতা জুয়েল আহমেদ এর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া র্যালিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী,জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অথিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কমলগঞ্জ পৌরসভার পৌরপিতা জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু রামভজন কৈরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, বাংলাদেশ ছাত্রলীগের কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ভানুগাছ বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক এড. সানোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব প্রমুখ।
আগামীকাল রোববার এই মেলার সমাপ্তি । মেলায় সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ২৬টি স্টল বসেছে।