মোঃ মহিউদ্দীন খাঁন কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের শেরপুর ও সরকার বাজারে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ,মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে শেরপুর ও সরকার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সদয় অনুমতি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় আজ ৮ই এপ্রিল ২০২১ইং সারাদিন এবং রাতে মৌলভীবাজার সদর উপজেলায় শেরপুর ও সরকার বাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে গণপরিবহনে চলাচল নিয়ন্ত্রন এবং মাস্ক এর ব্যাবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিষেধাজ্ঞা যথাযথভাবে প্রতিপালন না করার কারণে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে,করোনা সংক্রমনে মৌলভীবাজার জেলা শীর্ষে অবস্হান করছে।