মোঃ মুহিউদ্দিন খান (কমলগঞ্জ মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১৪ই এপ্রিল) বিকাল ৩টায় কমলগঞ্জের পৌর এলাকার চন্ডিপুর গ্রামের মেয়ে জান্নাত ফেরদৌসের পক্ষ থেকে কর্মহীন, নিম্ন আয়ের শ্রম-জীবী দিনমুজুর হতদরিদ্র প্রায় ১০০ পরিবারের মাঝে জনপ্রতি ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ছুলা, ১কেজি সেমাই, আধা কেজি চিনি, হাফ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ২কেজি ডাল সহ প্রায় ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাদ আলী, ধলাইর ডাক নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আশরাফ সিদ্দিকী পারভেজ, সাইফুল, সহ জান্নাত ফেরদৌসের পরিবারের অন্যান্য সদস্যরা। তিনি বলেন যে, অসহায়, দরিদ্রদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। দেশের এই ক্রান্তিলগ্নে কারো বিন্দু পরিমান উপকার করতে পারলে আমার জীবনকে ধন্য মনে করব।