কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। দেশে করোনাভাইরাস কোভিড ১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ৬টি মামলায় ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (১৯শে এপ্রিল) সোমবার দুপুর থেকে কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজার ও মুন্সিবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশেকুল হক এর নেতৃত্বে পুলিশি সহযোগিতায় দুপুরে উপজেলা সদরের ভানুগাছবাজার ও মুন্সিবাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময়ে লকডাউন না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২৩ হাজার ৫শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশেকুল হক জানান যে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে।