নিজস্ব প্রতিবেদনঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাইপার বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কে একটি (৩টনা) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান যে,আজ (২৪শে মে) সোমবার দুপুর ১ টার দিকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়ক দিয়ে মাধবপুর বাজার ভানুগাছ বাজারে আসার পথে ধলাইপার বিচারপতি এসকে সিনহা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ এলাকায় খালি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে এতে গাড়িটির সামনের কেভিন দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় গাড়ির মধ্যে দুই শ্রমিক ছিলো তার আহত হয়। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাড়ি ডাইভার জানায় যে, চলন্ত অবস্হায় গাড়ির স্টারিং লক হয়ে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারি নাই। এসময় গাড়িতে থাকা শ্রমিক দুই শ্রীমঙ্গল কালিঘাট রোডের কাওছার আহমেদ (২৫) ও আব্দুস সালাম (২৪) আহত।