ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে
“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা_মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্ত দানে”
মোহাম্মদ ইউসুফ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও বন্ধুনীড় সামাজিক সংগঠন মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় অদ্য ২৮ মে ২০২১খ্রি. (শুক্রবার) সকালে গিয়াসনগর মোহাম্মদ ইউসুফ উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন অব্যাহত থাকে।
এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাজু, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুছ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক জাহেদ আহমেদ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মঞ্জুর হোসেন সোহাগ,ছাত্রী বিষয়ক সম্পাদীকা জয়া চক্রবর্তী, সহ ছাত্রী বিষয়ক সম্পাদীকা শরিফা চৌধুরী, শিশু বিষয়ক সম্পাদীকা মিলি দেব, সহ শিশু বিষয়ক সম্পাদীকা মনি রায়, ইমন আহমেদ প্রমুখ।
ক্যাম্পেইনে মোহাম্মদ ইউসুফ উচ্চ বিদ্যালয়ের ও
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ২৫০ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।