শাহাদাত হোসেন অপু. শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান।
সিজারে মা’দের জীবন অকালে নষ্ট হয়ে যায়
শুক্রবার (১৮ই জুন) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য বিষয়ক অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদরে সেন্ট্রাল রোড এলাকার ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কতৃপক্ষকে ৫০,০০০/-টাকা এবং অনুষ্ঠানের আয়োজক পক্ষকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ১৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।