ডেস্ক নিউজ।। করোনা মহামারি সংক্রমণ রোধে গত ১লা জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে চলমান বিধিনিষেধের সময়সীমার আরও বাড়ীয়ে আগামী ১৪ই জুলাই পর্যন্ত করা হয় ।
দেশে গত ১লা জুলাই থেকে সাত (০৭) দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলো পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মেয়াদ আবারও এক সাত(০৭) দিন বাড়ানো হলো।
আজ ৫ই জুলাই সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
এ সময়ের মধ্যে জরুরি পরিসেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেনো কেউ বের না হয়। ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার হবে। এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়।