1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সাতগাঁও চা-বাগানের ম্যানেজার যোগসূত্রে গাছ কেটে বন উজাড় - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্যা বিতরণ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা কমলগঞ্জ সীমান্তে দিয়ে নারী শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ কুলাউড়ায় রাস্তার বেহাল অবস্থা,মানুষ যাতায়াতের অনুপযোগী পাকিস্তানের হামলায়, ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ভারত পাকিস্তন ইস্যুতে যা বললেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান ভারত পাকিস্তানের সংঘাতে উত্তপ্ত আকাশপথ, মাঝপথ থেকে ফিরে গেল ঢাকাগামী ফ্লাইট ঈদুল আজহার ছুটি১০ দিন দুই শনিবার অফিস করতে হবে কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠু কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ

সাতগাঁও চা-বাগানের ম্যানেজার যোগসূত্রে গাছ কেটে বন উজাড়

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগের অনুমতি ছাড়াই উপজেলার সাতগাঁও ইউপির সাতগাও চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শত-শত গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ এনএটিপি-২ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সিলেট জেলার কমিটি গঠন


গত কয়েক দিনের ব্যবধানে এসব গাছ কেটে ফেলা হলেও বন বিভাগ জানিয়েছে যে, এ বিষয়ে তারা কিছুই জানেনা। আর চা-বাগান কর্তৃপক্ষ বলেছে যে, গাছ কাটার অনুমতি না নিলেও গাছগুলো স’ মিলে চিরাই করার জন্য যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগে আবেদন করা হয়েছে।
গতকদিনের অনুসন্ধানে জানা যায় দীর্ঘ দিন থেকে গাছ কেটে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে আসছে। উপজেলার সাতগাঁও চা বাগানে  সরেজমিন পরিদর্শনে দেখা যায়, চা বাগানের বিভিন্ন সেড ট্রি কেটে ম্যানেজার বাংলোর আশেপাশে ডিপু করে রাখা হয়েছে। এর মধ্যে অর্জুন,আদুরী, বেনজিয়াম, শীল কড়ইসহ বিভিন্ন প্রজাতির ও ঔষধি গাছ রয়েছে। ছোট বড় সব বয়সের গাছ রয়েছে।


চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ইফতেখার আলম জানান যে, শ্রমিক কলোনির ঘর নির্মাণ ও রিপিয়ারিং কাজের জন্য এসব গাছ কাটা হয়েছে। তিনি আরও বলেন যে, বিভিন্ন সময় ঝড়ে এসব গাছ পড়ে গিয়েছিল। মৃত গাছে উই  পোকায় আক্রমন করে থাকে। চা গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে এমন আশংকা থেকে এসব গাছ কাটা হয়েছে। তবে গাছ কাটতে বন বিভাগের কোন অনুমতি নেওয়া হয়নি স্বীকার করে ইফতেখার আলম বলেন যে, গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি না থাকলেও স’মিলে গাছ চিরাই করার জন্য অনুমতি চেয়ে বন বিভাগে কাছে আবেদন করা হয়েছে।


সাতগাঁও চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে বলেন যে, চা-বাগানের বিভিন্ন স্থানে ঝড়ের কবলে প্রায় ৭০টি গাছ পড়ে যায়। এগুলোই কাটা হয়েছে ও সংবাদ কর্মী পরিচয়ের পর ওনার অফিসে চা- দাওয়াত দিয়ে চা পানের পাশাপাশি চায়ের টেবিলে কথা বলবেন বলে রেখে দেন।

বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী মোহাম্মাদ ফামু ও তাঁর কেরিয়ার জীবনের গল্প


বন বিভাগের এসিএফ আবু-বক্কর বলেন যে, সাতগাঁও চা-বাগান কর্তৃক গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। তিনি বলেন যে, চা-বাগানের গাছ কাটতে বন বিভাগ ছাড়াও চা বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনকে লিখিত অবহিত করার নিয়ম রয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে গঠিত কমিটি এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি তদন্ত করে দেখবেন বলেও তিনি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed