শ্রীমঙ্গল প্রতিনিধি।।
গ্রীষ্মকালে মাচায় তরমুজ চাষের লাভবান কৃষক
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কারে ভুষিত হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা নিলুফা ইসমিন মুনালিসা (সুইটি)।
সোমবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে জেলার ৭টি উপজেলার সকল কৃষি কর্মকর্তাদের কাজকর্ম যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী। এদিকে নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি এ পুরস্কারে ভুষিত হলে তাকে অভিন্দন জানান, উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা জানান যে, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা তিনি কঠোর পরিশ্রমি ও সহনশীল । তিনি একজন আদর্শ (নারী) কৃষি কর্মকর্তা। তার কর্ম দক্ষতায় শ্রীমঙ্গল উপজেলার কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে।
শ্রীমঙ্গলের কৃষকদের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে, আমাদের কৃষি কর্মকর্তা একজন হাসি-খুশি মানুষ। কিন্তু যখনই কোন কৃষকের কোনো সমস্যা হয় কিংবা ফসলের ক্ষতি হয় তখন তিনি সেই সমস্যা সমাধানে বেশ আন্তরিক। তার মেধা ও আন্তরিকতায় সহকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার কৃষি বিভাগকে সফলতা অর্জনের দ্বারা প্রান্তে।
এ বিষয়ে আলোরদেশ২৪ এর প্রতিনিধির সাথে আলাপ করলে নিলুফার ইয়াসমিন মুনালিসা (সুইটি) জানান যে, এ পুরস্কার তার কাজের প্রতি দায়িত্ববোধ ও কাজের গতি আরও বাড়িয়ে দিবে।