1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা - আলোরদেশ২৪

ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জীবিত শিশুকে মৃত ঘোষণা

বিশেষ প্রতিবেদন, রফিকুল ইসলাম জসিম
কমলগঞ্জ, মৌলভীবাজার।। 

ক্যান্সার আক্রান্ত নূর রহমানের  চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। গত কয়েকদিন যাবৎ সে ঢাকায় তাকওয়া হাসপাতালে চিকিৎসাধিন ছিল। সে মৌলভীবাজারে কমলগঞ্জ

উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরি মুসলিম পরিবারের  রমিজ উদ্দিন ও মরিনা বিবির একমাত্র  সন্তান।

নূর রহমানের পিতা রমিজ উদ্দিনের সঙ্গে কথা

বলে জানা যায়, তার পরিবারের একমাত্র ছেলে মাস দুয়েক আগে মুখে ও পিঠে নিচে ব্যাথার কথা জানায়। প্রথমে কমলগঞ্জ ও পরে মৌলভীবাজার গিয়ে ডাক্তার দেখায় এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে তার মুখ ও পিঠে ক্যান্সার বাসা বেধেছে। উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে গেলে ডাক্তাররা বলেছেন, চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

ক্যান্সার আক্রান্ত নূর রহমানের মা মরিনা বিবি জানান, গত সপ্তাহ তিনেক আগে ওর মুখে ও পিঠে ছোট-ছোট ঘা দেখা দেয়। ঘায়ে পচন ধরেছে। এখন তাকে ঢাকায় নিয়ে যেতে বলে। কিভাবে নেবো?
কৃষক বাবা রমিজ উদ্দিনের  তার শেষ সম্বল জমি বিক্রি করে এবং তারও বাবা ক্ষেতে কাজ করে যা পায় তা থেকে  ওর মুখে সাজারি চিকিৎসায় শেষ হয়ে গেছে।

স্থানীয় এলাকায় ও যুবকদের উদ্যোগে মোঃ নুর রহমানের জন্য সহযোগিতার তহবিলে জমা হয়েছে   (এক লক্ষ আট হাজার একশত ষাপ্পান্ন) টাকা। গতকাল মোঃ নুর রহমানের অবিভাবকের কাছে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গসহ হস্তান্তর করা হয়েছে। এই মানবিক সেবায় যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করার নূরের বাবা-মা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 

নূর রহমানের পিতা রমিজ উদ্দিন আরো জানান যে,  ‘গত এক মাস ধরে আমরা ঢাকায় তাকওয়া

মেডিক্যাল  হাসপাতালে ভর্তি করে প্রথমে নুর রহমানের মুখের অপারেশন আল্লাহর অশেষ মেহেরবানীতে সফল ভাবে সম্পন্ন  হয়েছে। তাতে খরচ হয়েছে (দুই লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত টাকা) এখন আবার তার পিঠের অপারেশনের জন্য ১২ দিন পর ঢাকায় যাওয়ার কথা রয়েছে। এখন আবার ঢাকায় যেতে বলছে। পিঠে চিকিৎসা জন্য ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন৷ কিভাবে এত টাকা পাবো? আমাদের তো টাকা-পয়সা নাই।’

নূর রহমানের চিকিৎসার  জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র কৃষক বাবার পক্ষে আর নূর রহমানের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই একজন অসহায় পিতা মাতা তার আদরের ছোট ছেলেটির প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।

তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর –
– 01724928619 অথবা সরাসরি রোগির সাথে কথা বলুন -01789339906 । এই পোষ্টটি সবায় মিলে শেয়ার করার অনুরোধ রইল। বিঃদ্রঃ ( প্রবাসি ভাইদের বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি যে, আপনারা মিলে মিশে একটি ফান্ড তৈরী করুন এবং নুর রহমানের চিকিৎসায় অংশগ্রহন করুন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed