কমলগঞ্জ প্রতিনিধি, শাহনাজ এলাহি।।
কমলগঞ্জে বাইসাইকেল ধাক্কায় তাজ উদ্দিন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জামিরকোনা গ্রামে দুর্বৃত্তের আগুনে জয়নাল মিয়া নামে এক পরিবহন শ্রমিকের সিএনজিচালিত অটোরিকসা পুড়ে গেছে। গতকাল শনিবার (২৫শে সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা তার বসতঘরের সামনে থাকা সিএনজিচালিত অটোরিকসায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলেন।
কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জীবিত শিশুকে মৃত ঘোষণা
সিএনজি চালিত অটোরিকসার মালিক জয়নাল মিয়া জানান যে, একটি এনজিও সংস্থা থেকে লোন নিয়ে মৌলভীবাজার-থ-১২-৪০৩৮ গাড়িটি প্রায় ৯ মাস আগে কেনেন। প্রতিদিনের মতো শনিবার গাড়ি চালিয়ে সন্ধ্যারাতে গাড়িটি বাড়ি এনে বন্ধ করেন। পরে রাতের খাবার খেয়ে তিনি বিসনাতে ঘুমিয়ে পড়েন।
রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া গাড়িটির পাশে পড়ে রয়েছিল একটি খালি বোতল। ধারণা করা হচ্ছে, ওই বোতল দিয়েই পেট্রোল এনে পোড়ানো হয়েছিল গাড়িটি।
কিস্তিতে কেনা রুজি-রুটির একমাত্র অবলম্বন এই গাড়িটি পুড়িয়ে দেয়ায় বাক হারিয়ে ফেলেছেন এ পরিবহন শ্রমিক। এ ঘটনার খবর পেয়ে রোববার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেন।