কমলগঞ্জে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরন
শাহনেওয়াজ এলাহি,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হুমেরজান এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ জহির মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ই অক্টোবর ) রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম এর নেতৃত্বে পিএসআই মাহবুব,এএসআই পরিমল দাস অভিযান চালিয়ে শুক্রবার রাতে হুমেরজান জহির মিয়ার বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
আটককৃত জহির মিয়া হুমেরজান এলাকার মসফা মিয়ার ছেলে। ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক জহির মিয়াকে শনিবার (৯ই অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।