শ্রীমঙ্গলে উপনির্বাচনে নৌকা মার্কার বিজয়
এস.এম মুমিনুল ইসলাম ফয়সল,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে কমলগঞ্জের ১৫২টি পূজামন্ডপ প্রস্তুত করা হয়েছে।
চলমান করোনাভাইরাস মহামারিতে দুর্গাপূজাকে ঘিরে আগের সেই উৎসবের আমেজ না থাকলেও দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে শেষ হয়েছে সবধরনের প্রস্তুতি। ইতোমধ্যে কমলগঞ্জ উপজেলার ১৫২টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। মাটির কাজ শেষ করে রঙ-তুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করাও শেষ করেছেন মৃৎশিল্পীরা।
১১ই অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে ১৫ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। এদিকে করোনার কারণে এবারও আয়োজকদের স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের কথা বলেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। কমলগঞ্জ উপজেলায় এবার সার্বজনীন মোট পূজামন্ডপের সংখ্যা ১৪২টি। এর মধ্যে কমলগঞ্জ পৌরসভায় ৭টি, রহিমপুরে ১৯টি, পতনউষার ১৫টি, মুন্সীবাজারে ১৫টি, শমসেরনগর ১৪টি, কমলগঞ্জ সদরে ৮টি, আলীনগরে ২২টি, আদমপুরে ১৪টি, মাধবপুরে ১৮টি ও ইসলামপুরে ১০টি পূজামন্ডপ রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ১০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের লক্ষ্যে আমরা সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোরদারের জন্য প্রত্যেক মন্ডপে মন্ডপ কমিটির উদ্যোগে অধিক সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা হবে বলে তিনি জানান।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, কমলগঞ্জের ১৫২টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজা সার্বিক তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্টোল রুম স্থাপন করা হয়েছে। পূজামন্ডপগুলোতে যাতে একত্রে বেশি জনসমাগম না হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালিত হয় সেদিকে বিশেষ নজরদারির জন্য মন্ডপ কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।