1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ভারতীয় দু'নাগরিককে চাতলা পুর চেকপোস্ট দিয়ে হস্তান্তর - আলোরদেশ২৪

ভারতীয় দু’নাগরিককে চাতলা পুর চেকপোস্ট দিয়ে হস্তান্তর

  • প্রকাশিত : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার মামলায় ৭ মাস ১২ দিন মৌলভীবাজার কারাগারে কারাভোগ করেছেন ভারতের দুই নাগরিক।

দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগের মাধ্যমে অবশেষে ১২ই ডিসেম্বর দুপুরে তাদেরকে মুক্ত করে আনুষ্ঠানিকভাবে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুপ্রবেশকারী ভারতীয় দুই নাগরিক – ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ক্যারাঙ্গীছড়ার বিদ্যাবিল গ্রামের মৃত সুরেশ দেব বর্মার ছেলে রাজিব দেব বর্মা ও একই গ্রামের যোগেশ দেব বর্মার ছেলে গুরুপদ দেব বর্মা।

মৌলভীবাজার কারাগার ও চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায় যে, গত ২৭শে ফেব্রুয়ারি ২০২১ইং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।  মামলায় তারা মৌলভীবাজার কারাগারে বন্দি ছিলেন। গত কয়েক মাস বন্দি ভারতীয়দের আত্মীয়স্বজনরা সংশ্লিষ্ট ভারতীয় বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন।

যোগাযোগের মাধ্যমে আটক দুই ভারতীয়কে আনুষ্ঠানিকভাবে উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর আর কে আই উচ্চ বিদ্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের কাছে রোববার দুপুরে হস্তান্তর করা হয়।

এ সময় ঊনকোটি জেলার জেলা মুখ্য হাকিম ইউকে চাকমা, ২০নং পাডিন সাগর বিএসএফ কমানডেন্ট-এর প্রতিনিধিরাও বাংলাদেশের মৌলভীবাজার থানার এসআই এরশাদুল হক ও মৌলভীবাজার কারাগারের জেলার আবু মুসা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মোঃ আনোয়ারুজ্জামান দুই বন্দি ভারতীয়দের রোববার আনুষ্ঠানিকভাবে চাপতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয় সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন যে, এর আগে সকাল সাড়ে ১০টায় বিশেষ পুলিশি ব্যবস্থাপনায় ভারতীয় নাগরিক রাজিব দেব বর্মা ও গুরুপদ দেব বর্মাকে চাতলাপুর চেকপোস্টে পৌছে দেওয়া হয়। বাংলাদেশ-ভারত দু-দেশের বন্ধুত্বের আলোকে দুই ভারতীয়কে ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি বলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed