শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মেধার সাথে প্রযুক্তির পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আইটি-সিরিজ ইনস্টিটিউট এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে এক জমকালো আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক শেখ মুজাহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন তাজুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এস এম আরিফুল ইসলাম, নিউ নেশন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ফখরুল ইসলাম, ব্যবসায়ী আবু সুফিয়ান, আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা জলি আক্তার, শিক্ষিকা ফাহমিদা আক্তার শান্তা, শিক্ষিকা তাহমিনা আক্তার সহ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।