1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন - আলোরদেশ২৪

কমলগঞ্জে চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন

  • প্রকাশিত : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই ভোটযুদ্ধে নেমেছেন। ছোট ভাই মোঃ সুলেমান মিয়া আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী এবং বড় ভাই মোঃ আব্দুল হান্নান বিএনপি সমর্থিত বলে জানা গেছে। এর মধ্যে সুলেমান মিয়া ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আব্দুল হান্নান বর্তমান চেয়ারম্যান।

এর আগেও ২০১১ইং সালের ইউপি নির্বাচনে তারা উভয়েই প্রার্থী হয়েছিলেন। যদিও ওই নির্বাচনে বড় ভাইকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ছোট ভাই মো. সুলেমান মিয়া। এরপর ২০১৬ইং সালের নির্বাচনে ছোট ভাইকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বড় ভাই মোঃ আব্দুল হান্নান। মোঃ সুলেমান মিয়া কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান। বড় ভাই মোঃ আব্দুল হান্নান উপজেলা বিএনপির প্রাক্তন নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান।

এলাকার ভোটার শরিফ উদ্দিন, আছকর আলী বলেন, একই পরিবার থেকে দুইভাই চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এর আগেও তারা একসঙ্গে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারে আবারো দুই ভাই নির্বাচন করছেন, আমাদের মধ্যেও এক প্রকারের আগ্রহ সৃষ্টি হয়েছে। দেখি কে জেতেন।

নৌকা প্রতীকের প্রার্থী সুলেমান মিয়া বলেন যে, ‘আমরা একই পরিবারের। তবে ভোটের লড়াইয়ে দুই ভাইয়ের পরিচয় ভিন্ন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আর বড় ভাই মোঃ আব্দুল হান্নান বিএনপির ঘরানার স্বতন্ত্র প্রার্থী।’

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হান্নান বলেন, ‘আমি জনপ্রতিনিধি হিসেবে সফল। মানুষের সঙ্গে আমার সম্পর্ক নিবিড়। তাই মানুষের চাওয়ার মূল্যায়ন করতে ভাই পরিচয়ের চেয়ে জনগণ বড় হয়ে দেখা দিয়েছে। এ জন্যআ আমি প্রার্থী হয়েছি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান যে, এবারের নির্বাচনে ইসলামপুর ইউনিয়নে মোট তিনজন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওইদিন এই ইউনিয়নের মোট ২০ হাজার ৫২৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed