ডেস্ক নিউজ।।
বিএনপি নির্বাচন কমিশন আইন প্রণয়ন কে প্রশ্নবিদ্ধ করছে ওবায়দুল কাদের
কমলগঞ্জে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
দেশে সঠিক ব্যবস্থাপনার ফলে কোভিড১৯ কালেও সদ্য সমাপ্ত মৌসুমে অর্থাৎ ২০২১ইং সালে দেশের ১৬৭ টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে রেকর্ড পরিমাণ মোট ৯৬.৫০৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে যা গত বছরের (২০২০)ইং সালের চেয়ে ১০.১১১ মিলিয়ন কেজি বেশি।
বাংলাদেশে সদ্য সমাপ্ত মৌসুমে অর্থাৎ ২০২১ইং সালে চায়ের উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি শুধুমাত্র উত্তরাঞ্চলে সমতলের চা বাগান ও ক্ষুদ্র চা চাষ থেকেও এই বছর (২০২১)ইং সালে রেকর্ড পরিমাণ ১৪.৫৪ মিলিয়ন কেজি চা জাতীয় উৎপাদনে যুক্ত হয়েছে। যা গত বছরের (২০২০)ইং সালে ১০.৩০ মিলিয়ন কেজি ছিল।
এবিষয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বলেন যে, কোভিড১৯ পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশনায় দেশের সকল চা বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল। সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের নিয়মিত মনিটরিং ও পরামর্শ প্রদান, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র গুলো চালু রাখা, চা শ্রমিকদের মজুরি, রেশন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের ফলে ২০২১ইং সালে দেশের চা উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।
তিনি আরও বলেন যে, কোভিড১৯ পরিস্থিতিতেও উৎপাদনের এ ধারাবাহিকতা থেকে এটাই প্রতীয়মান হয় যে, চা শিল্পের সক্ষমতা দেশে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান যে, উত্তরাঞ্চলে চা চাষীদের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলে’র মাধ্যমে চা আবাদ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তি সরবরাহের ফলে শুধুমাত্র সমতলের চা বাগান ও ক্ষুদ্র চা চাষ থেকে এ বছর (২০২১)ইং সাল গত বছরের (২০২০)ইং সাল তুলনায় ৪১ শতাংশ চা বেশি উৎপাদন সম্ভব হয়েছে।
এবিষয়ে চা বোর্ড সূত্র জানাযায় যে, ২০১৯ইং সালে দেশে সর্বোচ্চ চা উৎপাদন হয়েছিল । ঐ বছর ৯৬.০৬৯ মিলিয়ন কেজি অর্থাৎ ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদন করে রেকর্ড গড়েছিল। ২০২১ইং সালে চা উৎপাদন হয়েছে ৯৬.৫০৬ মিলিয়ন কেজি অর্থাৎ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি। এতে দেখা যায়, ৪ লাখ ৩৭ হাজার কেজি চা এবছর বেশি উৎপাদন হয়েছে। ফলে দেশে চা শিল্পের ১৬৭ বছরের ইতিহাসে চা উৎপাদনে নতুন এক রেকর্ড গড়লো বাংলাদেশ।