মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে শাহ মোস্তফার (রঃ) ওরশ মোবারক
মৌলভীবাজারের জেলা জজকোর্টের নতুন পিপি নিয়োগ পেয়েছেন এডভোকেট রাধাপদ দেব সজল। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি পৃথক ভাবে দায়িত্ব পালন করছেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের (ইমজা) সভাপতি, মৌলভীবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, এবং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক।
অনুভতি জানান যে নবনিযুক্ত পিপি এডভোকেট রাধাপদ দেব সজল তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন যে, আমার উপর যে, দায়িত্ব অর্পন করা হয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। যাতে সকল মানুষ তাঁর ন্যায্য আইনগত অধিকার ভোগ করতে পারে আমি সে বিষয়ে কাজ করবো।
উল্লেখ্য যে, গতকাদ ৮ই ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় থেকে সহকারী সচিব (জিপি/পিপি) মোঃ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িকভাবে এই নিয়োগ প্রদান করা হয়।
এ ছাড়া মৌলভীবাজার জেলা জজ আদালতে এডভোকেট রুদ্রজিৎ ঘোষ মিশু অতিরিক্ত পিপি, এডভোকেট তপন পাল তপু সহকারী পিপি, এডভোকেট নিখিল রঞ্জন দাশ স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত, এডভোকেট বানী গোপাল গোস্বামী ও এডভোকেট আলতাফুর রহমান সুমন এজিপি জেলা জজ আদালত মৌলভীবাজার ।