1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং আন্তর্জাতিক গুণি সংবর্ধনা - আলোরদেশ২৪

স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং আন্তর্জাতিক গুণি সংবর্ধনা

  • প্রকাশিত : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭১৭ বার দেখা হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ব্যঙ্গচিত্র আকা কার্টনিস্ট

বিশেষ প্রতিনিধি,জি.এম.কৃষ্ণা শর্ম্মা।।

সময়ের অন্যতম সেরা সাহিত্য সংগঠন স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব এস এম মুজিবুর রহমান।

উদ্বোধক ড. আমিনুর রহমান মোঃ তারেক, প্রধান আলোচক মাহমুদুল হাসান নিজামী, বিশেষ অতিথি আলোচক ড. এস এম ইলিয়াছ সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আতিক হেলাল, জনাব মোসলেহ উদ্দিন, জনাব গুল আফরোন আহমেদ,  জনাব আলমগীর জুয়েল, জনাব সৈয়দ শাহনুর আহমেদ, জনাব আলোয়ারা রেনা, জনাব মুন্সি কবির হোসেন, জনাব রফিকুক ইসলাম সাবুল, জনাব বেল্লাল হাওলাদার, জনাব হাসান মনজু সহ আরও অনেকে।

দেশের নানান প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের পদচারণাহ অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। দারুণ সফল এই আয়োজনের প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান বলেন, অনলাইন সাহিত্যের জগতে এই জমজমাট আসর আমাকে ভীষণ ভাবে টানে। আমি আমার বিধি মোতাবেক কাজের ফাঁকে যখনই সুযোগ পাই, ছুটে আসি কবি সাহিত্যিকদের মিলন মেলায়। স্বপ্ননীলের আজকের আয়োজনে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে এবং ভবিষ্যতেও ডাকলে আমি নিশ্চিত সাড়া দিব। জনাব মোঃ তারেক তাঁর উদ্বোধনী বক্তব্যে, আয়োজনে আগত সকল কবি সাহিত্যিকদের স্বাগত জানান এবং তাঁকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। জনাব মাহমুদুক হাসান নিজামী স্বপ্ননীল পরিবার ও এর  প্রতিষ্ঠাতা জনাব জিয়াউদ্দিন জেইন সহ সবার প্রসংকরেন এবং সাহিত্যের উন্মেষ ও এর সফুরণ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। বিশেষ আলোচক জনাব ড. এস এম ইলিয়াছ, আতিক হেলাল, মোহলেহ উদ্দিন, গুল আফরোজ আহমেদ সহ অন্যান্যরা সাহিথ ও স্বপ্ননীলের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

প্রবাসী দু’জন কবি সৈয়দ শাহনুর আহমেদ ও সৈয়দ আনোয়ার রেজাকে স্বপ্ননীলকে দেশ বিদেশে বিশেষভাবে তুলে ধরাতে তাঁদের অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান ও ধন্যবাদ জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠন অতীত, বর্তমান ও আগামীর কর্মপন্থা উপস্থাপন করেন। বেশ কিছু কবি, সাহিত্যিক ও বাচিক শিল্পী বক্তব্য ও আবৃত্তির মধ্য দিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। এম আল মাহমুদ হাসান ও নাহিদ সোলতানা নিপার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সাহিত্যে আয়োজন, সবশেষে আমন্ত্রিত কবি সাহিত্যিকদের সম্মাননা স্মারক প্রদান ও আয়োজনের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed