1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
রাজশাহীর জেলার বাঘা উপজেলায় আওয়ামী লীগের সংঘর্ষ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমলগঞ্জে ইসলামপুর যুবদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কমলগঞ্জে বিদ্যুতের ছিঁড়া তারে পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু আমেরিকা প্রবাসী সুমনের বিবাহ উপলক্ষে স্বারক প্রধান কমলগঞ্জে রোজিনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অবস্থান কমলগঞ্জে চাচার হাতে খুন দু’ভাতিজি, নিহত ৩ লাউয়াছড়া সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫

রাজশাহীর জেলার বাঘা উপজেলায় আওয়ামী লীগের সংঘর্ষ

  • প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

অনলাইন ডেস্ক নিউজ।।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা
রাজশাহীর জেলার বাঘা উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের জেরে আবারও পৃথক দুইটি মার-ধরের ঘটনা ঘটেছে। এতে  আহত হয়েছেন দুই পক্ষের দুজন। গতকাল সন্ধ্যায় ও আজ বুধবার সকালে উপজেলার নারায়ণপুর বাজারে ও কিশোরপুর গ্রামে ঘটনাগুলো ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় আহত রতন আলী (২৫) তিনি উপজেলার কিশোরপুর গ্রামের একরাম আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে সম্মেলনে নিজের ভটভটিতে কর্মীদের পরিবহন করেছিলেন। জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর সমর্থকেরা এ জন্য তাঁকে মারধর করেছেন বলে রতনের বড় ভাই সুমন আলী অভিযোগ করেছেন। তিনি আরও বলেন যে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে রতন দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঘাগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্কাস আলীর ছোট ভাই আকুল হোসেন নারায়ণপুর বাজারে একটি সারের দোকানে বসে ছিলেন। তখন শাহরিয়ার আলমের সমর্থকেরা তাকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আক্কাস আলীর ভাগনে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম বলেন যে, অতর্কিত হামলা চালিয়ে তার ছোট মামা আকুলকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটানো হয়েছে।

গত সোমবার বেলা ১১টায় উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর সমর্থকেরা মঞ্চের সামনে ‘আক্কাস ভাই, আক্কাস ভাই’ বলে স্লোগান দেন। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থকেরা। এতে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০ জনকে আসামী করে মামলা করা হয়।

এবিষয়ে মন্তব্য জানতে আক্কাস আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন যে, দুজনকে পৃথকভাবে মারধর করা হয়েছে বলে শুনেছেন। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed