1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
চীনের মত বিপ্লব ঘটাতে হবে মির্জা ফখরুল - আলোরদেশ২৪

চীনের মত বিপ্লব ঘটাতে হবে মির্জা ফখরুল

  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

জাতীয় পরিষদ ভেঙ্গে দিলেন পাক-প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক নিউজ।।

আমাদের দেশের মেগা প্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ১০ই এপ্রিল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি আরও বলেন যে, আজকে আমাদের মুক্তির একটাই মাত্র পথ সামনে খোলা। যে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারাও পূর্বে যাদের অবদান আছে তাদেরকে স্মরণ করে, তাদের পথে গিয়ে আমাদেরকে একটা ঘটনা ঘটাতে হবে। চীনের মতো একটা বিপ্লব ঘটাতে হবে।

শিরোনাম হচ্ছে- ‘তরল গ্যাসে গরল হিসাব’। পড়েন রিপোর্টের ভেতরটা, লোম শিহরিয়ে উঠবে যে এতো হাজার হাজার কোটি টাকা কিভাবে বের করে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ১১ হাজার ৬শ ১০ কোটি টাকা গন। প্রজেক্টটি হচ্ছে- মহেশখালী ভাসমান এলএমএনজি টার্মিনাল।

এভাবে প্রত্যেকটা অল দিস প্রজেক্টস। একটা একটা করে প্রজেক্ট যদি ধরেন, দেখবেন যে হাজার হাজার কোটি টাকা পাঁচার করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি আমরা।

এ অবস্থার পরিবর্তনে প্রসঙ্গ টেনে ফখরুল বলেন যে, ‘আমাদেরকে মুক্তির পথটা খুঁজে বের করতে হবে- কোন পথে গেলে মুক্তি, কিভাবে গেলে মুক্তি আসবে। প্রথম দরকারটা হচ্ছে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি সেজন্য আমরা নির্বাচনে বিশ্বাস করি। সেই নির্বাচনে যদি আমরা যেতে চাই তাহলে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার হবে।

ড. আকবর আলী খান তিনি কিন্তু বিএনপি করেন না। গতকাল তিনি বলেছেন যে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। এটা শুধু উনার কথা নয়, এটা অনেকেরই কথা। আজকে পাকিস্তানে এতো টারমোয়েলের পরেও দেখেন ওখানে নির্বাচন হবে। কার অধীনে হবে? তত্ত্ববধায়ক সরকারের অধীনেই হবে। এই বিষয়গুলোকে বুঝে আমাদের সামনে এগুতে হবে।

আমরা জানি যে, সেটা হয়ত সমস্ত মানুষের যে মুক্তি সেই মুক্তির পথ হবে না। কিন্তু জাতীয় মুক্তি পথ খুলতে হবে। আসুন সেই লক্ষ্যে আমাদের স্বাধীনতার জন্যে, জনগণের অধিকারকে বাস্তবায়িত করার জন্যে, আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এমন একটা অভ্যুত্থানের সৃষ্টি করি, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের মুক্তি অর্জন করতে পারবো।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সাদামাটায় যেটা বুঝি, আমাদের এটা দুঃসহ। এটা সহ্য করা যাবেনা। অস্বাভাবিক দুঃসহ একটা যন্ত্রণা বাংলাদেশের মানুষের কাছে। এই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়।

মির্জা ফখরুল বলেন, এখন যে পাঠ্য বই করেছে স্কুলের বাচ্চাদের জন্য সেখানে কিন্তু একজন ব্যক্তি ছাড়া কারো নাম নাই। অর্থাত এদেশের স্বাধীনতা, এদেশের সংগ্রাম, এদেশের মানুষের পরিবর্তনের যে ব্যবস্থা এর কোনটাতেই কারো কোনো অবদান নেই শুধু একজন অবদান ছাড়া।
আজকে কি হয়েছে? আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই।

প্রতিটা ক্ষেত্রে মানুষ শোষন আর লুন্ঠন। বার বার বর্গীদের কথা মনে পড়ে। যখন এদেশে বর্গীরা আসলো এদেশের সব লুট করে নিয়ে যেতো। এখনো সেই একইভাবে লুন্ঠন চলছে, একইভাবে সব নিয়ে চলে যাচ্ছে। শুধু নিয়ে যাচ্ছে নয়, ভয়াবহভাবে নিয়ে যাচ্ছে।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বর্ণাঢ্য জীবনের কথাও তুলে ধরে তিনি বলেন যে, এই সরকার যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা মওলানা ভাসানীকে স্বীকার করতে চায় না। একবারের জন্য কখনো স্বীকার করে না। ভাবতে অবাক লাগে একজন মহান নেতা যিনি বাংলাদেশের দরিদ্র মানুষের খেটে খাওয়া মানুষের পরিবর্তনের জন্য তার সারাটা জীবন দিয়েছেন।

বাংলাদেশ ন্যাশনালিস্ট কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে ‘মওলানা ভাসানী বিরচিত মাও সে তুঙ এর দেশে’ শীর্ষক গ্রন্থের নতুন সংস্করনের প্রকাশনার মোড়ক উপলক্ষে এই আলোচনা সভা হয়।‘শোভা প্রকাশনী’র এই গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি আবদুল হাই শিকদার।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অবসরপ্রাপ্ত উধর্বতন সরকারি কর্মকর্তা সালেহ মাহমুদ রিয়াদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমূল হক নান্নু, কবি আব্দুল হাই শিকদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, সাংবাদিক এলাহী নেওয়াজ খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed