1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে দলিল লেখক সমিতির কর্মবিরতি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আখেরি মোনাজাতে মুসল্লিদের কান্নার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা কমলগঞ্জে নাঠ্যনির্দেশক শুভাশিস সিনহা কে সংবর্ধনা ও মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন, তরুণ তরুণীদের ভীড় বিলেতে কবি খালিদ সাইফুল্লাহর লেখা ‘আমার বাবা মো. বজলুর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন কমলগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জ জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কমলগঞ্জে ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব সন্ত্রাসী হামলা, নিউজে কিছু হবে না হামলাকারী কমলগঞ্জের মাধবপুরে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত

কমলগঞ্জে দলিল লেখক সমিতির কর্মবিরতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সাব রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক সমিতির ঘোষিত কলম বিরতির কারণে দলিল সম্পাদন করতে আসা নাগরিকরা দলিল সম্পাদন না করেই বাড়ী ফিরে যেতে হয়েছে। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। আর দলিল সম্পাদন না করাতে পারার কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব।

আজ (১২ই এপ্রিল) মঙ্গলবার সকাল থেকেই কমলগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের পার্শ্বে অবস্থিত দলিল লেখকরা প্রায় ৪৫ জন দলিল লেখক অবস্থান করলে ও কাজ করা থেকে বিরত ছিলেন। ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জমি ক্রয়/বিক্রয় করতে আসা সাধারণ নাগরিকরা দলিল সম্পাদন করাতে পারেননি। সকাল থেকে সাড়া দিন অফিসে চোটাচোটি করে দলিল না করেই বাড়ীতে ফিরতে হয়। এতে নাগরিকরা চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। দুপুর থেকে  কর্মবিরতি ঘোষণা করে দলিল লেখা বন্ধ রেখেছে উপজেলার দলিল লেখকরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দলিল করতে আসা জমির আলী বলেন যে, আমার ভাইকে বিদেশ পাঠানোর জন্য টাকার প্রয়োজন। তাই জমি বিক্রি করতে চাই। স্থাণীয় এক জনের সাথে দর সাব্যস্ত করে আজকে দলিল সম্পাদন করার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। তাই বৃদ্ধ বাবা এবং মাকে নিয়ে অফিসে এসেছিলাম। এখন দেখি অফিসে আজ দলিল হচ্ছেনা। অনেক কষ্ট করে এসেও কোনো কাজ হলো না তাই বাড়ীতে চলে যেতে হচ্ছে। এদিকে দলিল না করে দেয়ায় ক্রেতা ও আমাদেরকে টাকা দেয়নি। এখন বড়ই দুঃশ্চিন্তায় আছি।
কমলগঞ্জ স্টাম্প ভান্ডারের মালিকরা বলেন যে,আজ সাব রেজিষ্ট্রি অফিসে দলিল লেখকরা  কোন কাজ না করার কারনে স্টাম্প বা কোট ফি কোন কিছুই বিক্রি করতে পারিনি।

মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আব্দুল মছব্বিরের সাথে আলাপ করলে তিনি বলেন যে, কমলগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্ররের ঘুষ দূর্নীত ও অসদআচরণের কারণে দলিল লেখকরা পূর্ব ঘোষণা দিয়ে কর্ম বিরতি পালন করছে। এতে উপজেলার নাগরিকদের জন দূর্ভোগ এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে স্বীকার করে বলেন যে, সাব রেজিষ্ট্রা ইচ্ছে করেই বিষয়টি সমাধান করা যেত। 
কমলগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বখতিয়ার আহমদ খাঁন বলেন যে, কমলগঞ্জের সাব রেজিস্ট্রার রহমত উল্ল্যা লতিফ দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে প্রতিটি কাজে অতিরিক্ত টাকা দাবি করেন। এছাড়াও দলিল লেখকদের সাথে তার ব্যবহারও সম্মানজনক নয়। তাই তার বিরুদ্ধে গতকাল থেকে আমরা কর্মবিরতি ঘোষণা করি। আমরা এই দূর্ণীতিপরায়ণ সাব রেজিষ্ট্রারকে আপসরাণ না করা পর্যন্ত কর্মবিরতী কর্মসুচি অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা সাব রেজিস্ট্রার রহমত উল্ল্যা বলেন যে, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সব মিথ্যা ও ভিত্তিহীন আমি এসবের ধারে কাছে নয় ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed