শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার ও স্বাস্থ্য বিধি মানার অভ্যাস করুন শিক্ষামন্ত্রী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত পতনঊষা কিশোর কিশোরী ক্লাবে, সুইজারল্যান্ড এর আর্থিক সহযোগিতা, হেলভেটাস বাংলাদেশ এর সমন্বয়ে, প্রিপ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা নারী রাজনৈতিক ক্ষমতায় যুব সচেতনতা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ।
আজ (২১শে এপ্রিল) রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায়, যুব সচেতনতা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কিশোরী ক্লাবে জেন্ডার প্রমুটর মোঃ ইয়াছিন আহমেদ,বিচারকের দায়িত্বে ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কমলগঞ্জ ইউনিয়ন কর্মী রাজু দত্ত, আবৃত্তি শিক্ষক সীমা আক্তার, উপস্থিত ছিলেন প্রিপ ট্রাস্ট কমলগঞ্জ উপজেলা সমন্বয়কারী গোলাম রাব্বানী প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মৃদুল রায়,
২য় স্থান অর্জন করেন,আপসানা আক্তার মিমি,
৩ স্থান অর্জন করেন, জয় মালাকার। ৩ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরন ও ৩ জন পরাজিতদের সান্ত্বনা পুরুষ্কার বিতরন করা হয়।