কমলগঞ্জে বন্য শুকরের হামলায় চা শ্রমিকের মৃত্যু, আহত ১
কমলগঞ্জ প্রতিনিধি।।
মুল্লুক চলো আন্দোলন
আজ ২০শে মে রাষ্ট্রীয় সরকারি ছুটি, শ্রম আইন সংশোধন, শিক্ষিত চা শ্রমিক সন্তানদের চাকুরী, চা শ্রমিকদেরকে ভূমির অধিকার ও শ্রম আইন রাষ্ট্রীয় ভাবে সংশোধন সহ কয়েক দফা দাবী নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ” চা শ্রমিক দিবস ” উপলক্ষে চা শ্রমিক সমাবেশ,র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০শে মে) বিকাল ৩টায় জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালীর কার্যকরী পরিষদের আয়োজনে দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসিদ আলী।
চা শ্রমিক নেতা সজল কৈরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনু দলই ভ্যালী কার্যকরী পরিষদের সম্পাদক নির্মল দাস পাইনকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলই ভ্যালীর সহ-সভাপতি গায়ত্রী রাজভর,মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন সহ আরো অনেকে।
পরে লিটন গঞ্জু এর সম্পাদনায় ” ২০শে মে রক্তঝরা চা শ্রমিক দিবস ” নামে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এসময় মনু দলই ভ্যালী কার্যকরী পরিষদ ও ২২টি চা বাগানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।