1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
জুড়িতে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ ওরিয়েন্টেশন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় পরিদর্শনে শিক্ষা অফিসার ও প্রেসক্লাব সভাপতি কমলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল কমলগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কমলগঞ্জে প্রবাসীদের অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা ছাদ ঢালাই সম্পন্ন কমলগঞ্জে সহকারী শিক্ষক পদে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন

জুড়িতে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ ওরিয়েন্টেশন

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার ও স্বাস্থ্য বিধি মানার অভ্যাস করুন শিক্ষামন্ত্রী

জি.এম.কৃষ্ণা শর্ম্মা, বিশেষ প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় যক্ষ্মা,ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। ৩১মে মঙ্গলবার উপজেলার কুচায় চা-বাগানে যক্ষ্মা,ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ লক্ষন, চিকিৎসা পদ্ধতি ও আমাদের করনীয় বিষয়ে ওরিয়েন্টেশন
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফিল্ড অর্গানাইজার মানিক প্রসাদ পালের সঞ্চালনায় কুচাই চা-বাগান হেড ক্লার্ক সুব্রত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডানকান ব্রাদার্স কোঃ লিঃ শিলুয়া চা বাগানের মেডিকেল অফিসার ডাঃ মঈনুল ইসলাম সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচাই চা-বাগানে সহকারী ব্যবস্থাপক সৈয়দ মাহযুজুর রহমান কুচাই চা-বাগানের পঞ্চায়েত সভাপতি রাধেস্যাম তেলি, জুড়ি উপজেলার হীড বাংলাদেশ এফ ও সুহেল আহম্মদ, কুচাই প্রাইমারি স্কুলের শিক্ষক রাজকুমার পাল।


ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন কুচাই ও শিলুয়া চা বাগানের প্রাইমারী হেলথ্ কেয়ার( পি.এইচ.সি),শিক্ষক,পঞ্চায়েত কমিটির সদস্য,ড্রেসার,ও শ্রমিক বৃন্দ
জুড়ি হীড বাংলাদেশ (C-19) প্রজেক্টের ফিল্ড অর্গানাইজার সুহেল আহম্মদ শুভেচ্ছা বক্তব্যে সবার সাথে কুশলাতা বিনময় করে যক্ষ্মা,ম্যালেরিয়া,এইচ আই ভি ও কোভিড-১৯ রোগের লক্ষন ও আমাদের করনীয় সক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করেন।


মেডিকেল অফিসার জনাব ডাঃ মঈনুল ইসলাম সবুজ যক্ষ্মা চিকিৎসা পদ্ধতি এবং যক্ষ্মা থেকে বাচার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং তিনি হীড বাংলাদেশের এ ধরনের কর্মসূচির জন্য হীড বাংলাদেশের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান এবং তিনি উপস্থিত হীড বাংলাদেশের কর্মীদের আসস্থ করেন যে অত্র ২ টি চা-বাগানে পজেটিভ রোগীদের তারা নীজ দায়ত্বে পি.এইচ.সি দ্বারা টিবি ঔষধের কোর্স মোতাবেক ঔষধ সেবন করাবেন।


এ সময়ে হীড বাংলাদেশ (C-19) প্রজেক্ট বড়লেখা উপজেলার ফিল্ড অর্গানাইজার মানিক প্রসাদ পাল যক্ষ্মা নিয়ন্ত্রণে হীড বাংলাদেশের কার্যক্রক তুলে ধরেন এবং TPT সম্পর্কে আলোচনা করেন।
কুচাই চা-বাগানের সহকারী ব্যবস্থাপক হীড বাংলাদেশ কে ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশনে অংশগ্রহনকারী সকলকে উপস্থাপিত আলোচনা বাগানের  প্রতিটা শ্রমিক লাইনে  প্রচার করার আহব্বান জানান এবং এ বিষয়ে বাগান ম্যানেজম্যান্ট থেকে প্রয়োজনি সকল সহযোগিতা করবেন বলে আসস্থ করেন।


এসময়ে উপস্থিত অংশগ্রহণকারীগন বিভিন্ন মতামত ব্যাক্ত করেন ও প্রশ্ন করেন। পরে সকলের প্রশ্নের উত্তর দেওয়া হয়। পরিশেষে সভার  সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে ও হীড বাংলাদেশের এরকম কর্মসূচির জন্য সাধুবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed