কমলগঞ্জে মাগুরছড়া ট্রাজেডি দিবসে স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি, নির্মল এস পলাশ।।
মৌলভীবাজার কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ সময়ে আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম গোবিন্দ মাঝি (২০)। তিনি রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।
অপরদিকে মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। আহদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।
আশা করি সরকারের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।