সিলেটে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য সেনাবাহিনী নামছে
অনলাইন ডেস্ক নিউজ।।
সারা দেশে আগামি ১৯শে জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা গুলো স্থগিত করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কারণে।
আজ (১৭ই জুন) শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায় যে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন যে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯শে জুন থেকে শুরু হতে যাওয়া সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষাসহ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে জানানো হবে পরীক্ষার পরীক্ষার সময়সূচি।