1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল আজহার আগে অনুষ্ঠিত হচ্ছে না - আলোরদেশ২৪

এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল আজহার আগে অনুষ্ঠিত হচ্ছে না

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

সিলেটে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য সেনাবাহিনী নামছে

অনলাইন ডেস্ক নিউজ।।

দেশে ব্ন্যার করণে হঠাৎ করে স্থগিত করা হলো এসএসসি পরীক্ষা ২০২২। পবিত্র ঈদুল আজহার আগে আর অনুষ্ঠিত হবে না। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলে আগামী সাত থেকে দশ দিন পর পূণরায় এসএসসির নতুন ভাবে রুটিন প্রকাশ করা হবে।

তবে ঢাকা শিক্ষাবোর্ড থেকে এ তথ্যটি জানা যায়। এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে, ঈদের আগে এসএসসি পরীক্ষা২২ আয়োজনের সুযোগ যে একেবারে নেই তা কিন্তু বলবো না। সবকিছুই নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আর পরিস্থিতি ভাল হলেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

এবছরে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ গ্রহন করবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে।

এদিকে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দেয়া হয়েছে । এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে, বন্যা কবলিত এলাকা ছাড়াও অন্য সব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে পাঠদান চালু থাকবে।

যদিও কোনো প্রতিষ্ঠান ক্লাস কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তবে তা পূণরায় চালু করতে হবে।

এর আগে শুক্রবার দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯শে জুন থেকে শুরু হওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচি পরিবর্তন পরে জানানো হবে বলেও জানিয়েছে।

জানা যায় যে, এবার এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, পালি,চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫শে জুন এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা আগের দিন অর্থাৎ ২৪শে জুন নেওয়ার ঘোষণা দেন। তিনি , এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ১৫ই জুন থেকে সারাদেশের কোচিং সেন্টার গুলো তিন সপ্তাহর জন্য বন্ধ থাকার নির্দেশ দেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed