সিলেটে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য সেনাবাহিনী নামছে
অনলাইন ডেস্ক নিউজ।।
সিলেটে বন্যার পানি নেমে যাওয়াতে সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম।
আজ ররিবার (১৯শে জুন) দুপুর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান যে, বন্যার পানি উঠে যাওয়ায় শনিবার দুপুরে সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল করে।
গত বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, বিমানবন্দরসহ নগরের বেশির ভাগ এলাকা পানি নিচে চলে যায়।
এ অবস্থায় গত শুক্রবার বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। সড়কসহ এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে।
সিলেট কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে। ফলে সড়ক পথে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের সীমান্তবর্তী এই উপজেলাটি।