1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জের ঘোড়ামারায় ধলাই নদীর বাঁধ ধসে যায় - আলোরদেশ২৪

কমলগঞ্জের ঘোড়ামারায় ধলাই নদীর বাঁধ ধসে যায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪০৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

ধলই চা বাগান খুলে দেওয়ার দাবীতে শ্রমিকরা সড়ক অবরোধ

কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে।

আজ বুধবার (২৯শে জুন) বিকেলে প্রায় ৬০ ফুট এলাকাজুড়ে এ ধস দেখা দেয়। এর পাশেই নদী থেকে বালু উত্তোলন করে অন্য স্থানে বাঁধ মেরামতের কাজ করছিল পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান।

তবে নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন। স্থানীয়রা জানান যে, বুধবার দুপুর থেকে টানা বর্ষণের পর বিকেলে হঠাৎ করেই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেয়। উজান থেকে ঢলে নামলে যেকোনো সময় নদীর পানি বৃদ্ধি পেলে মুহূর্তেই এলাকা প্লাবিত হবে। বাঁধ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে স্থানীয় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, আবদাল হোসেন বলেন যে, শুকুরউল্লা এলাকার ব্রিজের পাশে ঘোড়ামারায় ধলাই প্রতিরক্ষা বাঁধে প্রায় ৬০ ফুট এলাকাজুড়ে মাটি ধস দেখা দেওয়ায় ঘোড়ামারা গ্রামসহ নদীর দুইপাড়ের কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ রয়েছে। ধস ঠেকানোর জন্য তাৎক্ষণিকভাবে ধসে পড়া বাঁধে খুঁটি পুঁতে এ পথে চলাচল জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে।

তিনি দ্রুত সময়ের মধ্যে বাঁধটি মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাকিব হোসেন বলেন যে, ধসে পড়া বাঁধ সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাছে একটি তালিকা জমা দিয়েছি। বরাদ্দ পেলেই সাথে সাথে বাঁধটি মেরামত করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed