কমলগঞ্জে জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ
মৌলভীবাজার প্রতিনিধি::
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ (২৪শে জুলাই) উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর কার্যক্রম । বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উদ্বোধন হলো এই আয়োজনের।
মৎস্য সপ্তাহ-২০২২ এর কার্যক্রম সাত দিনের (কর্মসূচি) চলবে ২৯শে জুলাই পর্যন্ত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের ২য় দিন আজ (২৪শে জুলাই) সকাল ১১ টায় মৌলভীবাজার পৌরসভার পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করণের মাধ্যমে আজকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান ও অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়, যা শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্তিতি ছিলেন জেলার মৎস্যজীবী, মৎস্যচাষীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মৌলভীবাজার সরকারী উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মৌলভীবাজার -হবিগঞ্জ) সংরক্ষিত আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান প্রমুখ।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, তিনি বলেন যে, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণা করছে। আজকে আমাদের র্যালি অনুষ্ঠিত হলো। বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী র্যালিতে উপস্থিত ছিলেন। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। মাছে ভাতে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।
মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে।
মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান বলেন যে, আগের যে বিলগুলো ছিল তার অনেকটাই বরাট হয়ে গেছে যার ফলে মাছ তার অভয়ারণ্য হারিয়ে ফেলছে যার কারণে বিভিন্ন প্রজাতির মাছ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’ মৌলভীবাজারের সফল মৎস্য চাষী ও প্রাণ হ্যাচারির স্বত্বাধিকারী মুহাম্মদ হারুন বলেন যে, আমরা শুধু মাছ উৎপাদন করলেও হবে না আমাদেরকে নিরাপদ মাছ উৎপাদন করতে হবে। আমরা বিদেশে মাছ রপ্তানি করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় মাছের মধ্যে বিভিন্ন প্রকার এন্টিবায়োটিক পুশ করার কারনে আমাদের মাছ বিদেশ থেকে ফেরত আসছে। তাই আমাদেরকে এই বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।