কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন ও সমাবেশ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জামিয়া ইসলামীয়া মরিচা মাদ্রাসার শিক্ষারমান উন্নয়নে লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ই অক্টোবর) দুপুরে মরিচা মাদ্রাসার শিক্ষকদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মরিচা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ ফখরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. সোলেমান আহমদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাস্টার আব্দুস শহীদ, বাহার উল্লাহ, রইস মিয়া প্রমুখ।
এ সমাবেশে অভিভাবক ও শিক্ষকেরা শিক্ষারমান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।