অনলাইন ডেস্ক নিউজ ::
ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি
হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে (০৫) পাঁচ জুয়াড়িকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ২শ টাকা, ০৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও উদ্ধার করা হয়।
অভিযানের সময় অন্ততঃ ৫ জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গত বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) রাত ১টা ১০ মিনিটে নিয়মিত ডিউটিতে থাকার সময় গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে জানতে পারে লোকড়া ইউনিয়নের জয়নগর বাজারের পাশে হ্যাজাক বাতি জ্বালিয়ে জুয়ার আসর পরিচালনা করছে কিছু লোক। ডিবির এসআই রিয়াজ উদ্দিন দ্রুত সেখানে পৌঁছে জুয়া খেলারত অবস্থায় নবীগঞ্জের বাউসা গ্রামের তাজিম মোল্লার পুত্র ময়নুল ওরফে রুবেল খান, নবীগঞ্জের রোকনপুর কোনাপাড়ার আব্দুর রউফের পুত্র লিলু মিয়া, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের হিরন খানের পুত্র মোস্তাক খান, আজমিরিগঞ্জ উপজেলার মাটিয়াঝাড়া গ্রামের উমেশ চন্দ্র দাশের পুত্র লক্ষীকান্ত দাশ ও বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের লালু মিয়ার পুত্র শানু মিয়াকে আটক করে। পুলিশের উপস্থিত টের পেয়ে অপর ৫ জুয়াড়ি জুয়ার আসর থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখার(ডিবি)ওসি মোঃ শফিকুল ইসলাম আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর করার কথা নিশ্চিত করেছেন। আটককৃতরা জেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসর পরিচালনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।