1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
খুলনায় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে আহত ১২ আটক ৫ - আলোরদেশ২৪

খুলনায় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে আহত ১২ আটক ৫

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

খুলনার ময়ূর নদী প্রায় বিলুপ্তির পথে

বিএনপির যুগপৎ আন্দোলনের দশ দফা দাবি আদয়ের লক্ষ্যে আজ বেলা দুইটায় খুলনায় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে দুটি খন্ড মিছিল দুই দিক থেকে খুলনা থানার মোড়ে আসার পর হঠাৎ করে পুলিশও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায় ইট পাটকেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।


এতে বিএনপি’র ১২ জন নেতাকর্মী আহত হয়েছে এবং ঘটনা স্থল থেকে ৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে বিএনপি দলীয় নেতাকর্মীরা দাবি করেছে।
পরে ঘটনার প্রতিবাদে বিকাল চারটায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় এক জরুরী প্রেস ব্রিফিং করেছে বিএনপি।
এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল।
প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিএনপি নেতাদের অভিযোগ দশ দফা দাবিতে শনিবার দুপুর ২ টায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল।
খুলনা থানার সামনে দিয়ে একটি খন্ড মিছিল এ কর্মসূচিতে আসার সময় পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে।

তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশের হামলায় বিএনপি’র ১২ জন নেতা কর্মী আহত হয়েছেন এছাড়া ঘটনাস্থল থেকে বিএনপির ৫ জনকে আটক করেছেন পুলিশ।


কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা জেলা আহবায়ক আমির এজাজ খান নগর সদস্য সচিব শফিকুল ইসলাম সদস্য সচিব মনিরুল হাসান উপস্থিত ছিলেন।


খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিল্টন জানান সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত বিএনপির যুগ্ন আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ নগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক হোসেন ইস্তি রুপসা উপজেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদসহ ১২ জন আহত হয়েছে।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ( দক্ষিণ ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল।


সেই ক্ষেত্রে আমরা এখানে অবস্থান করছিলাম যাতে শান্তি-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে।
কিন্তু হঠাৎ করে বিএনপি’র দুটি দল দুই দিক থেকে আসে স্লোগান দিতে থাকে এদের মধ্যে কিছু উশৃঙ্খল ছেলেরা হঠাৎ করে আমাদের ইট পাটকেল মারা শুরু করলে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য গ্যাস গান ও শটগান মারতে বাধ্য হই।

এবং তাদের ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed