অনলাইন ডেস্ক নিউজ ::
কমলগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা
নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার। আসামীদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ।
(৩রা এপ্রিল) দিবাগত রাত ০০:৩৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ থানাধীন ৮নং গাড়াগ্রাম ইউনিয়নের চম্পাফুল হাজিপাড়া মৌজাস্থ জনৈক পেনো এর ফাঁকা জমিতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় আসামি ১. মোঃ আসাদুল ইসলাম(৩৮),২. মোঃ ছাদেকুলইসলাম(৩৬),৩. মোঃ মনছুর আলী(৪৪),
৪. মো: লাল মিয়া(৪২) ও ৫. মো: আব্দুল জলিল(৩৮) দের জুয়া খেলার সরঞ্জাম ১ সেট তাস, জুয়া’র বোর্ডের ৯৪০/-টাকা,২ টি বাটন মোবাইল ফোন ও ৩টি প্লাস্টিকের বস্তা সহ পাইয়া হাতেনাতে ধৃত করে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, আসামিদের নামে জুয়া আইনে মামলা রুজু করত: যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।