1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ওঝা ও হাসপাতাল ঘুরে দুইদিন পর গৃহবধুর দাহ সম্পন্ন - আলোরদেশ২৪

কমলগঞ্জে ওঝা ও হাসপাতাল ঘুরে দুইদিন পর গৃহবধুর দাহ সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রধিনিধি::

গৃহ বধূকে গরম পানি দিয়ে ঝলসে দিলো স্বামী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর হিরামতি গ্রামে দু’দিন আগে বিষধর সাপের ছোবলে মারা যাওয়া গৃহবধুর লাশ বিভিন্ন হাসপাতাল আর ওঝার দুয়ারে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে লাশের দাহ সম্পন্ন করা হয়েছে।

   নিহতের স্বামী বাবুল সিংহের সাথে আলাপ কালে তিনি জানান,আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমার স্ত্রী ঝর্ণা কে বাঁচাতে। যে যা বলেছে সে চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। দু’দিন ধরে আমরা বিভিন্ন হাসপাতাল, কবিরাজ, ওঝার নিকট দ্বারস্থ হয়েছি। কেউ বাঁচাতে পারলো না আমার স্ত্রীকে। কথা গুলো বলতে বলতে একসময় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

    নিহতের ননদ শিবলী রাণীর সাথে আলাপকালে তিনি বলেন,দু’দিন আমরা আশা ছাড়িনি। যে- যা বলেছে, আমরা সব চেষ্টা করেছি সুস্থ করে তোলার জন্য। বুধবার মানুষের কথা মত সকালে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজারের অবস্থিত খৃষ্টান মিশনারী পরে বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে যখন চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন, তখন আমরা নিরাশ হয়ে ভাবীকে নিয়ে বাড়ি ফিরে আসি। মায়ের মৃত্যুর বছর না যেতেই ভাবীকে হারালাম।

 আজ বৃহস্পতিবার (২৫শে মে) সকাল ৯টায়  ভাবীর দেহের দাহের আনুষ্টানিকতা সম্পন্ন করা হয়েছে।
  মাধবপুর ইউনিয়ন এর ঐ ওয়ার্ডের ইউপি সদস্য হাতিম মিয়া জানান, দু’দিন পর বৃহস্পতিবার সকাল ৯ টায় হিরামতি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীর পাশে ঝর্ণা রাণীর দাহ সম্পন্ন করা হয়েছে।


উল্লেখ্য যে, (গত ২৩শে মে) মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর হিরামতি গ্রামের বাবুল সিংহের স্ত্রী এক সন্তানের জননী ঝর্ণা সিংহা নিজ বাড়ির গোয়াল ঘরের পেছনে কচু কাটতে যান। এ সময় তার ডান হাতে বিষধর সাপ ছোবল মারে। পরে পরিবারের লোকজনকে জানালে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা দিয়েও তাকে বাঁচাতে পারেন নি। পরে হাসপাতাল থেকে ঝর্ণাকে মৃত ঘোষণা দিয়ে পরিবারের কাছ হস্তান্তর করলেও পরিবারের সদস্যরা ঝর্ণার শরীর গরম থাকার কারণে কবিরাজের মাধ্যমে ঝাঁড়ফোক দেন। পরে কবিরাজও তাকে মৃত ঘোষণা করেছিল।

শেয়ার..

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed