শ্রীমঙ্গল প্রতিনিধি::
ইসলামি আন্দোলন দুই সিটির নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও কর্মসূচি ঘোষণা
মৌলভীবাজার শ্রীমঙ্গলে ফাইনাল খেলা মধ্যদিয়ে পর্দা নামলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে বালক দল চ্যাম্পিয়ন হয়েছে মির্জাপুর ইউনিয়ন। এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল বালিকা দলের ফাইনাল বিজয়ী হয়েছে কালাপুর ইউনিয়ন।
আজ মঙ্গলবার (১৩ই জুন)বিকেল সাড়ে ৩টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকাদের প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনালে কালাপুর ইউনিয়ন ও কালীঘাট ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি।পরে ট্রাইবেকারে কালাপুর ইউনিয়নের বালিকা দল ৪-৩ গোলে কালীঘাট ইউনিয়নর বালিকাদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এদিকে দিনের শেষে বালক দলে ফাইনালে অংশগ্রহণ করেন মির্জাপুর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়ন। এতে ১-০ গোলে ফাইনালে জয়লাভ করেন মির্জাপুর ইউনিয়ন ।
এই ফাইনাল খেলায় পুরো সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,
সাবেক ফুটবলার পিযুস দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী প্রমুখ।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।