1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে গাড়ি চাপায় আহত লজ্জাবতী বানর - আলোরদেশ২৪

কমলগঞ্জে গাড়ি চাপায় আহত লজ্জাবতী বানর

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

বাঁশির সুরে ছুটে আসেন দর্শনার্থী লাউয়াছড়া জাতীয় উদ্যানে

মৌলভীবাজারের কমলগঞ্জে গাড়ি চাপায় আহত হয়ে একটি লজ্জাবতী বানর।

আজ বুধবার (২৬শে জুলাই) বিকাল প্রায় ৪ ঘটিকার সময় উপজেলার বাল্লারপার গ্রামের দাখিল মাদ্রাসার সামনে ভানুগাছ শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে লাউয়াছড়া রেঞ্জের রেঞ্জা আনিসুল ইসলাম আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন। এবং বানরটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল পশু হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায় যে, বানরটি লাউয়াছড়া বন থেকে একদিন আগে এখানে আসে (বাল্লারপার গ্রাম) গাছে মধ্যে লাফালাফি করে আজ বিকাল ৪ঘটিার সময় দ্রুতগামী একটি গাড়ি শ্রীমঙ্গল যাওয়ার সময় বেশ জোর হরন বাজালে বানরটি ভয়ের গাছ থেকে গাড়ি সামনে পড়ে যায়। এতে গাড়ির চাপায় বানরটি কমরের সাইটে দুই জায়গাতে কেটে যায় এবং পিছনের দুটি পা নাড়াতে পারছেনা।

এলাকাবাসী দাবি এখানে রাস্তার উপরে আইল্যান্ড দেওয়া হোক যাতে গাড়ির (গতিকম থাকে) আস্তে চলে তা না হলে আরো বড় দুর্ঘটনা ঘটবে।

আহত বানরটিকে প্রাথমি চিকিৎসা সেবা দেন হীড বাংলাদেশের ডাঃ বাবলু সিনহা  তিনি ভানুগাছ বাজার থেকে হীড বাংলাদেশের যাওয়ার সময় রাস্তায় পরে থাকা আহত বানরটি দেখে চিকিৎসা করে। চিকিৎসা শেষে তিনি অনেক সময় দাড়িয়ে থেকে বানরের অবস্থা দেখেন। পরে তিনি কর্তৃপক্ষের সাথে আলাপ করেন এবং বলেন বানরটব বাঁচবে।

রেঞ্জার আনিসুল ইসলাম জানান যে, খাবারের সন্ধানে বিভিন্ন সময়ে এসব প্রাণীরা পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে বের হয়ে লোকালয়ে চলে আসছে। কখনও জীবিত কখনও আহত আবার কখনও মৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করা হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed