1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
হাবিপ্রবি এর ছাত্রাবাস থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার - আলোরদেশ২৪

হাবিপ্রবি এর ছাত্রাবাস থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৬৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ::

আরব বিশ্বের সাথে বিরুধে জড়াল যুক্তরাষ্ট্র

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুরের কামিনী রায় ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৯ই অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম গৌড় চন্দ্র। গৌড় চন্দ্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের (২০২২-২৩) ‘এ’ সেকশনের শিক্ষার্থী।

তবে তার সহপাঠী ও রুমমেটদের সঙ্গে কথা বলে জানা যায়, গৌড় চন্দ্র ইন্ট্রোভার্ট প্রকৃতির ছিল। ঘটনার দিন তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তার রুমমেট তাকে সঙ্গে যেতে বললে তার মাথা ব্যাথা করছে বলে জানায় এবং সে রুমেই অবস্থান করে। তার রুম্মেট বিকেল আনুমানিক ৪টার দিকে রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে পাশের রুমের ছেলেদের ডেকে দরজা ধাক্কালেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে গৌড়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর সে তার বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়।

এ ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শ বিভাগের পরিচালকের সঙ্গে প্রক্টোরিয়াল ও ছাত্র পরামর্শ শাখার টিম ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত হন।

এ ঘটনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি জানার পরই আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মৃত শিক্ষার্থীকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় এবং এরইমধ্যে এই বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা নবীন শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত‌।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ বলেন, আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের ধারণামতে সে প্রেমঘটিত বিষয়ে মানসিকভাবে অস্থিরতায় ছিল। সেই থেকে এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed