1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ঈদ বস্ত্র বিতরণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময় ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার ভিকটিমের খালাসহ গ্রেপ্তার ২ কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তির শেষ কোথায় কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

কমলগঞ্জ হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ঈদ বস্ত্র বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩২৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রী উপহার চাল বিতরণ করলেন কৃষি মন্ত্রী

আজ ২৯ রামাদান ২০২৪ইং রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় কমলগঞ্জ পৌরসভার আংশিক রামপাশায় হযরত শাহ আজম (র:) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ঈদ বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দুর্নীতি দমন কমিটির সভাপতি জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল। ঈদ বস্ত্র তার বক্তব্যে তিনি প্রথমেই বলেন এ-ই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে শ্রদ্ধাভরে স্বরণ করছি তিনি আজ দুনিয়াতে নেই আমরা দুনিয়ায় আছি। আমরাও এভাবে একদিন এই পৃথিবিতে থাকবো না।আলহাজ্ব হযরত মাওলানা মোশাহিদ আলী আজমী রহ. আজ নেই কিন্তু তার কর্ম ও স্মৃতি আমাদের মাঝে বিদ্যমাননআছে এবং কিয়ামত পযন্ত থাকবে। উনার প্রতিষ্ঠিত হাফিজি মাদ্রাসার কারনেই তিনি আজীবনই সাদাকায়ে জারিয়া তার কবরে সাওয়াব জারি থাকবে। এলাকার জন্যে তিনি একটি কুরআনের বাগান তৈরী করেছেন আমরা তা শ্রদ্ধাবে স্মরণ করছি আমরা। তিনি তার বক্তব্যে আরো বলেন হযরত মাওলানা মোশাররফ আলী রহ ও মাওলানা মূফতী মোশাহিদ আলী আজমী রহ. সাথে আমার সুসম্পর্ক ছিল আমি তাদেরকে খুবি মহব্বত করি। আমি আমার সাধ্য-অনুযায়ী মাদ্রাসার প্রতি সাহায্যে ও সহযোগিতা করব ইনশাআল্লাহ।

উপস্তিত ছিলেন কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মুমিন তরফদার, এলাকার বিশিষ্ঠ আব্দুল মুমিন আলাল, হযরত শাহ্ আজম রহঃ এর সুযোগ্য নাতি কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, মাদ্রাসার কমিটির সদস্য আবদুর রহমান, মোহামেদ আবদুর রশিদ, মুহাম্মদ লোকমান আহমদ, কুয়েত প্রবাসী আবদুল মুমিন, মোহাম্মদ চেরাগ আলী , মুহাম্মদ জিল্লুর রহমান, কলগঞ্জ পৌর যুবলীগের নেতা মোহাম্মদ মাহবুব হাসান রিপন, পৌর তালামীযের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ হিফজুর রহমান, পৌর তালামীয ওয়ার্ড সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন, আব্দুল বাছিদ,মোহাম্মদ আবদুল আজিজ, সাংবাদিক মোহাম্মদ শামিম আহমদ তালুকদার, মুহাম্মদ আবদুল মজিদ, মুহম্মদ নাফিজ আহমদ, প্রমূখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed