1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ভারতের পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে তৃণমূল - আলোরদেশ২৪

ভারতের পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে তৃণমূল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

লন্ডনে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত ও স্মারক প্রদর্শনী 

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মসনদ ধরে রাখছেন মমতা! নির্বাচনের ফলাফলে আবারও বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে তার দল তৃণমূল কংগ্রেস। যদিও বুথফেরত জরিপগুলো মমতার হার নির্দেশ করছিল, তবে সব সংশয় কাটিয়ে এখন পর্যন্ত মমতা ব্যানার্জিই আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসন পাকা করতে যাচ্ছেন।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ৩০টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে ১১টি আসনে এবং কংগ্রেস এগিয়ে একটি আসনে। তবে বামফ্রন্ট এখন পর্যন্ত কোথাও সুবিধা করতে পারেনি।

গত শনিবার ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপগুলো বলেছিল, পশ্চিমবঙ্গ এবার হতে যাচ্ছে বিজেপির। নির্বাচনের আগে এ রাজ্যে জয়ের কথা বলছিল বিজেপিও। ফলে বুথফেরত জরিপে আশা জাগিয়েছিল বিজেপিকে। তবে তৃণমূল নেত্রী মমতা এসব জরিপে একদমই টলে যাননি। বরং বুথফেরত জরিপকে ভুয়া বলে নেতাকর্মীদের শক্ত থাকতে বলেছেন তিনি।

এদিকে, ভোট গণনার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। যাদবপুরে সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সন্দেশখালিতে দফায় দফায় অশান্তির খবর পাওয়া গেছে।

১৮তম ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ হয় গত ১লা জুন। ভোট শেষ হওয়ার পরপরই ভারতের বেশিরভাগ গণমাধ্যমের সমীক্ষায় জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, আর বিজেপি পাবে ২৩ থেকে ২৭টি আসন। বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস জোট জয় পেতে পারে একটি থেকে ৩টি আসনে।

কিন্তু সব জরিপ ভুল প্রমাণ করতে চলেছে মঙ্গলবারের ভোট গণনা। গণনার শুরু থেকে প্রায় সব কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ঝড় দেখা যাচ্ছে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed