কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জের আলিনগর ইউনিয়নের বারামপুর হাজী আব্দুস সত্তার ইবতেদায়ী মাদ্রাসার সম্পত্তির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তি আব্দুল ওয়াহিদ চৌধুরী (সুরাব) ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, গতকাল ১১/০৩/২০২৫ইং মঙ্গলবার গভীর রাতে আব্দুল ওয়াহিদ চৌধুরীর উপস্থিতিতে জিতু মালাকার নামে এক ব্যক্তি মাদ্রাসার গাছগুলো কেটে ফেলেন এবং পরে চেরাগ নামে এক ব্যক্তির কাছে তা বিক্রি করেন। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাদ্রাসার সম্পত্তির গাছ কাটার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাজী আব্দুস সত্তারের নাতি সানোয়ার হোসেন মিলু জানান, “এই গাছগুলো সরকারি সম্পত্তি ও মাদ্রাসার অধীন। কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে গাছ কাটার কোনো আইনগত বৈধতা নেই। আমি ইতোমধ্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
অভিযুক্ত আব্দুল ওয়াহিদ চৌধুরী (সুরাব) এ বিষয়ে বলেন, “এই জায়গা আমার বাবা মাদ্রাসার জন্য দান করেছেন। মাঝে মাঝে গাছ কেটে কাজে লাগাই, এতে কোনো সমস্যা দেখছি না। আমার পরিবারের প্রয়োজনে এই গাছ ব্যবহার করেছি, তাছাড়া মাদ্রাসারও তো কিছু প্রয়োজন পড়ে।”
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয়রা অবৈধভাবে গাছ কাটার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত থাকুক এবং কেউ যেন ব্যক্তিস্বার্থে তা ব্যবহার করতে না পারে।