1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা শেখ মোঃ আতিকুর রহমান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তির শেষ কোথায় কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত কমলগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত কমলগঞ্জে টাইফয়েড প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত জেলাপ্রশাসক উদ্যোগে আদমপুরে গাছের চারা বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা শেখ মোঃ আতিকুর রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ,প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা হাতে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে ভিড় জমান।

তার আগে বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাজ্য থেকে একটি বিমানে সকাল সাড়ে ৯টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দুপুর ২টার দিকে নিজ এলাকায় পৌছান শেখ মো. আতিকুর রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেখ মোঃ আতিকুর রহমান।

দীর্ঘদিন পর দেশে ফিরে আপ্লুত হয়ে পড়েন শেখ মো. আতিকুর রহমান। তিনি ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ও উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, যিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে।

আতিকুর রহমান বলেন, দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী স্বৈরাচার সরকার আমার,আমার পরিবার, আত্বীয়স্বজন, বন্ধু মহল ও দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। অনেকের দেশে আসা বন্ধ করে দেন। যতদিন না আওয়ামী স্বৈরাচারদের বিচার হবে, ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।

নিজ এলাকায় আসার পর এক সংবর্ধনার আয়োজন করেন নেকাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা বিএনপির সিনিয়র সাবেক সহ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, কমলগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব আব্বাস মাহমুদ চৌধুরী দিনার, জেলা ছাত্র দলের সহ সভাপতি অজানা আহমেদ কামরাম, কমলগঞ্জ থানা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শেখ এম শামীম আহমেদ, কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য কাজী হারুন, কমলগঞ্জ উপজেলা যুবদল নেতা দেলোয়ার, মুন্সিবাজার সেচ্ছাসেবক দলের সদস্য মুহিন আহমেদ, কমলগঞ্জ সদর ইউনিনের ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, পৌর যুবদলের সদস্য আলম হোসেন প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed