1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
লাউয়াছড়া সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে দূর্গন্ধযুক্ত ও পচা টিসিবির চাল বিতরণের অভিযোগ মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি ‘দুধরাজ’ সাপ কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারের বিদায় সংবর্ধনা কমলগঞ্জে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা কমলগঞ্জে ৪৫ দিনের নবজাতকের ঘরে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই বললেন জেলা প্রশাসক কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

লাউয়াছড়া সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

এমএ হাই

কমলগঞ্জ, প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগড়াবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতি । শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুখোশপরা ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে প্রায় ঘণ্টাব্যাপী অন্তত ২০-২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান আটকিয়ে ডাকাতি চালায়। তারা যাত্রীদের মারধর করে, এবং তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে রয়েছেন—ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ অনেকে। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত ভুক্তভোগী ওয়াজিদ মিয়া বলেন, “আমরা প্রাইভেট কারে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় হঠাৎ গাছ পড়ে সড়ক বন্ধ দেখে গাড়ি থামাই। ঠিক তখনই ডাকাতরা আমাদের ওপর হামলা চালায় এবং টাকা-পয়সা লুট করে।”

কমলগঞ্জের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং দা দিয়ে  এলোপাতাড়ি কোপায়  ডাকাতরা। আমার সামনেই আরও কয়েকজনের সঙ্গে একই ঘটনা ঘটেছে।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, “আহত অবস্থায় অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ডাকাতির খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়। সড়কে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্হা করছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed