অনলাইন ডেস্ক ::
মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ্ মোহাম্মদ রুবেল আহমদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে।
নিহতের শ্যালক মো: আজিজ আহমদ জানান যে, রুবেল প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহত অবস্থায় বেড়িয়ে বাঁচার জন্য কাকুতি মিনতি করে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন তাকে সহায়তার জন্য। স্থানীয়রা রুবেলের পেটে ও গলার দিকে ছুরিকাঘাত এবং রক্ত দেখতে পান। দ্রুত তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বলেন এ ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।