এমএ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮ আগস্ট, ২০২৫ জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য সড়ক র্যালির মাধ্যমে শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মৌলভীবাজার রোড প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও তারিন সুলতানার সঞ্চলনায় আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাখন চন্দ্র সূত্রধর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা প্রানী-সম্পদ কর্মকর্তা ডা. রামাপদ দেব, কমলগঞ্জ কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
এছাড়াও আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক বিএনপির কমলগঞ্জ পৌর শাখা মোঃ সরোয়ার শোকরানা নানা ও ছাত্র প্রতিনিধি জালাল আহমেদ আবিদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার পারভিন আক্তার, আহবায়ক কমলগঞ্জ পৌর বিএনপি সুয়েব আহমেদ,
কমলগঞ্জ উপজেলা তথ্য আপা স্বর্ণালী সিনহা, হামিদা খানম,রাজন ভূঁইয়া ও সুশীলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাছচাষি, জেলে, মৎস্যজীবী, হ্যাচারি অপারেটর, মৎস্য খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন অংশীজন, শিক্ষক, ছাত্র /ছাত্রী, উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় নির্বাচিত চারজন সফল চাষি পাংগাস মাছের এককচাষে, কার্প-পাবদা মাছের মিশ্রচাষে চাষিদের (আবু চৌধুরী, আব্দুল হামিদ,আব্দুর রউফ ও তাহমি) উপজেলা পর্যায়ে
মাছচাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি দেশের সামগ্রিক মাছ উৎপাদনে অংশীজনের অবদান তুলে ধরেন এবং দেশিয় মাছ উৎপাদনে কাজ করার আহবান জানান।