1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ যুবদলের  দুঃসময়ের সাহসী কান্ডারি মোশাররফ - আলোরদেশ২৪

কমলগঞ্জ যুবদলের  দুঃসময়ের সাহসী কান্ডারি মোশাররফ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

এমএ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি::

প্রায় দীর্ঘ দেড়যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দক্ষিণ কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন যুবদলের নেতৃত্ব দিয়ে আসছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা মোশারফ হোসেন। যুবদলের বিগত সময়ে সকল আন্দোলন- সংগ্রামে দুর্দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে অভিভাবক হিসেবে ছিলেন দক্ষিণ কমলগঞ্জের ওয়ানম্যান খ্যাত জনপ্রিয় নেতা মোশারফ হোসেন। তিনি কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও  ইসলামপুর  ইউনিয়ন যুবদলের আহবায়ক । যিনি তাঁর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে দিয়ে উপজেলা যুবদলকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী ভূমিকায় করে রেখেছিল দুঃসময়ে।

বর্তমানে তৃণমূল কর্মীদের একমাত্র দাবি , সুসময়ে বহু অতিথি নেতারা কমলগঞ্জের রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি।দলের যে কোনো বিপর্যয়ের সময় ও ৩৬জুলাই আন্দোলনে উপজেলা, জেলা বিভাগীয় শহর ও রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারীতে ভূমিকা রাখেন মোশাররফ হোসেন। পাশাপাশি গত ১৮ সালের সংসদ নির্বাচনসহ দলের দুঃসময়ে দীর্ঘ ১৬ বছর যাবৎ হামলা-মামলায় শিকারও হয়েছিলেন মোশাররফ।

আজ (২১ আগস্ট ২৫) দলীয় সূত্রে মতে জানা যায়, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে ইসলামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্ব দিয়ে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন মোশাররফ। যার কারণে কমলগঞ্জে একজন ত্যাগী ও সফল রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন উপজেলা যুবদলের এই সংগ্রামী সদস্য ও ইসলামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক।

বিগত সময়ে বিএনপির আন্দোলন- সংগ্রামে নেতা-কর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে নেমে পড়েতেন মোশাররফ। অনেক মামলার আসামী হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এবং যুগ পেরিয়েও নেতা-কর্মীদের নিয়ে আদালতের বারান্দায় সময় কেটেছে তাঁর। যুবদলের রাজনীতিতে এসে অনেক নির্যাতনের শিকার হন তিনি। তিনি দায়িত্বে আসার পরেও ক্ষমতার স্বাদ এখনো পাননি।

যুবদলের রাজনীতি করার অপরাধে দীর্ঘদিন ইসলামপুর এলাকা ছাড়াতে হয়েছে তাকে এবং বাড়ি-ঘর রেখে অন্য জায়গায় ভাড়া বাসায় থাকেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও তার অনুসারীদের নির্দেশে আওয়ামী পুলিশ বাহিনী দিয়ে দফায় দফায় তার বাড়িসহ অন্যান্য স্থানে অভিযান চালায়।

দক্ষিণ কমলগঞ্জের স্থানীয় রাজনৈতিক মহলের মতে, উপজেলা যুবদলের রাজনীতিতে মোশাররফ হোসেন  দুঃসময়ের কাণ্ডারী হয়ে আছেন নেতা-কর্মীদের পাশে।

বিগত সময়ে আওয়ামীলীগ সরকারের আমলে অনেক বাঘা বাঘা নেতা বিএনপির কঠিন সময়ে নিজেদের বাঁচাতে আডালে আবডালে থেকেছেন,কেউবা আবার সরকারি দলের সাথে আঁতাত করে চলেছেন। সেসময়েও সাহসী সৈনিক হয়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন এবং বর্তমানেও রয়েছেন মোশাররফ হোসেন।

দক্ষিণ কমলগঞ্জের তৃণমূলের এসব নেতা-কর্মী দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাঁর বিরুদ্ধে দলের ভেতরে ও বাইরে অপশক্তি চক্রের কোনো ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার ঐক্যবদ্ধ বিএনপি, যুবদল বরদাশত করবে না। দেশে গণতন্ত্র ও বিএনপিকে ক্ষমতায় আনতে এ ধরনের ত্যাগী নেতাই দরকার বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed