এমএ হাই, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর ফুলতলি গ্রামে জলমহালটি দখল এবং বে-আইনীভাবে ফিশিং কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তি মোঃ জাহিদ মিয়া (৪০) কমলগঞ্জ সদর ইউপির উত্তর তিলকপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
জানা যায় যে, উপজেলার আলী নগর ইউপির উত্তর তিলকপুর ফুলতলি গ্রামের জলমহাল রয়েছে। এই জলমহাল মৎস্যজীবী সমবায় সমিতির ইজারা পায়। সে সমিতির অন্য সদস্যদের বাদ দিয়ে কি ভাবে এই জলমহালটি তার নামে ইজারা নিলো। এই ইজারা বাতিল করে পূনরায় ইজারা দেওয়ার আদেশ দেওয়ার জন্য এলাকার বাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্র ধরে বরাবরে দরখাস্ত করা হয়।
(২৮ আগস্ট ২৫)বৃহস্পতিবার সরেজমিন দেখা যায় যে, জলমহালের বসবাস কারি দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ গুলো গোসল করার জায়গা নাই। তারা এই পুকুরের উপর নির্ভরশীল।
এলাকাবাসীর দাবি কমলগঞ্জ উপজেলার ইউএনও মহোদয় এসে এর একটি সুন্দর সমাধান করবেন।
স্থানীয়রা জানান যে , সে যখন পুকুরের পাড়ে আসে তখন মানুষ হতভম্ব হয়ে যায় তার ভয়ে।নাম প্রকাশ অনিশ্চিত অনেক মানুষ জানায় যে, সে এখানে এসে কোমলমতি বাচ্চা/মহিলারা যদি গোসল করতে দেখে তাহলে গালাগালি করে।
এ ব্যাপারে জলমহাল দখলদার যুবলীগ নেতা মোঃ জাহিদ মিয়া (বর্তমান মেম্বার) বলেন, আজ ৭ বছর ধরে আমার দখলে আছে। এই পুকুর নিয়ে অনেক অভিযোগ হয়েছে আমার কিছুই হয়না আর এখন আবার কে অভিযোগ করলো। টিক আছে সরোজমিনে গিয়ে দেখো আমার দোষ কি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)মাখন চন্দ্র সূত্র ধরের অফিসে যোগাযোগ করে জানতে পারলাম তার ইজারার মেয়াদ আগামি চৈত্র মাস পর্যন্ত। কিন্তু পুকুরের গোসল বা পানি ব্যবহার করতে না দেওয়া অমানবিক।